
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও নির্মাতা দিব্যা খোসলা কুমার আহত হয়েছেন। যুক্তরাজ্যে তার পরবর্তী সিনেমার শুটিং চলাকালীন আহত হন খোলসা।
বুধবার (১৫ মার্চ) ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে আহত হওয়ার খবর জানান দিব্যা।
ছবিতে দেখা যায়, দিব্যার বাঁ গালে রক্ত জমে আছে। তার চোখ দুটো ছলছল করছে। এসব ছবির ক্যাপশনে এই প্রযোজক লিখেন— ‘আমার পরবর্তী সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে খুব খারাপভাবে আহত হয়েছি। তবে কাজ বন্ধ করা যাবে না। আপনাদের প্রার্থনা প্রয়োজন।’
দিব্যা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সত্যমেব জয়তে টু’। এতে তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম। ২০২১ সালে মুক্তি পায় এটি। ৯৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে মাত্র ১৭ কোটি রুপি। এরই মধ্যে ‘ইয়ারিয়ান টু’ সিনেমার শুটিং শেষ করেছেন দিব্যা।
শুধু অভিনয় নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও অভিষেক ঘটেছে দিব্যার। এরই মধ্যে তার প্রযোজিত আটটি সিনেমা মুক্তি পেয়েছে।
আপন দেশ/আরএ