Apan Desh | আপন দেশ

চীন থেকে আসা ৪ যাত্রীর ’বিএফ-৭’ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:১৮, ১ জানুয়ারি ২০২৩

চীন থেকে আসা ৪ যাত্রীর ’বিএফ-৭’ শনাক্ত

ছবি: সংগৃহীত

ওমিক্রনের নতুন উপধরণ বিএফ.৭ শনাক্ত হয়েছে চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা চার ব্যক্তির।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, বিএফ.৭ আক্রান্ত চার চীনা নাগরিকের প্রত্যেকেই সুস্থ আছেন।

নতুন ধরণ প্রসঙ্গে নাজমুল বলেন, নতুন উপধরণ নিয়ে আমরা ভীত নই। আমরা চাই না কেউ করোনা সংক্রমণ নিয়ে প্যানিক হয়ে যাক, কারণ আমাদের সংক্রমণের হার বর্তমানে ১ শতাংশেরও কম। তবে নতুন উপধরণকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, সংক্রমণের হার যেনো কোনোভাবেই বাড়তে না পারে, আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিএফ.৭ যেন না ছড়ায় -এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা কী জানতে চাইলে তিনি বলেন, নতুন উপধরণকে আমরা খুবই ক্লোজলি মনিটর করছি। সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদেরকে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজেটিভ পাচ্ছি তাদেরকে আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি। এই কার্যক্রমগুলো আমাদের নিয়মিত চলছে।

আপনর দেশ ডটকম/ সবুজ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়