Apan Desh | আপন দেশ

পোড়া মানুষের কান্নায় আরএমসির বাতাস ভারী

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯, ১৭ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৯:০২, ১৭ জানুয়ারি ২০২৩

পোড়া মানুষের কান্নায় আরএমসির বাতাস ভারী

ফাইল ছবি

রংপুর মেডিকেল কলেজের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। উত্তরে শীতের হানায় প্রতি দিনই বাড়ছে দগ্ধ রোগী। চিকিৎসক আর ওষুধের অভাবে তেমন সেবা পাচ্ছে না রোগীরা। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত দগ্ধ হয়েছেন ৮৩ জন। ঢাকায় নেয়া হয়েছে ১০ জনকে। মারা গেছেন ৪ জন।

শীত নিবারণে আগুনের তা নিতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে কাতরাচ্ছেন অনেক রোগী।

শীত নিবারণে খড়কুটার আগুনে বাড়ছে পোড়া রোগীর সংখ্যা। দগ্ধদের বেশিরভাগই গরিব। তিনবেলা খাবারই জোটে না তাদের ভাগ্যে। চিকিৎসার খরচও যোগাতে পারে না স্বজনরা।

মাত্র দু’জন চিকিৎস দিয়ে চলছে চিকিৎসা সেবা। বলা চলে খুড়িয়ে খুড়িয়ে চলছে দগ্ধদের চিকিৎসা। ওষুধপত্রও যথা সামান্য। ভোক্তভোগিরা এ অবস্থার  জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দোষারূপ করছেন। বলছেন রয়েছে চরম সমন্বয়হীনতা। 

শীতের এমন দূযোর্গ মোকাবিলায় প্রস্তুতি থাকলেও এমএসআর টেন্ডার না হওয়ায় প্রয়োজনীয় ওষুধ সরবরাহ হচ্ছে না বলে দাবি সংশ্লিষ্টদের।

আপন দেশ ডটকম/ এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়