
মুক্তি পাওয়া তিন মার্কিন নাগরিক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত বন্দিবিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার শর্ত অনুযায়ী ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের ৬০০ কোটি ডলার কাতারের ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। এর আগে জব্দ থাকা এসব অর্থ প্রথমে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে স্থানান্তর করা হয়।
সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের ৫ জন করে ১০ বন্দীকে মুক্তি দেবে। কাতারের রাজধানী দোহায় এই বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে। বন্দিবিনিময়ের এই সমঝোতায় মধ্যস্থতা করছে কাতার।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানে বন্দী পাঁচ আমেরিকানকে মুক্ত দেয়া হয়েছে এবং তারা কাতারের উদ্দেশ্যে বিমানে করে তেহরান ত্যাগ করেছেন। একজন কাতারি কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দাবি তাদের ওই পাঁচ নাগরিককে ইরান অন্যায়ভাবে আটক করেছিল।
খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কাতার এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইট ওই পাঁচ আমেরিকানকে নিয়ে তেহরান বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওয়ানা হয়েছে। তাদের সঙ্গে তেহরানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতসহ আটকদের দুই আত্মীয়ও রয়েছেন।
ওই মার্কিন নাগরিকরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ইরানের কারাগারে আটক ছিলেন। দীর্ঘ এক বছরের আলোচনায় তাদের মুক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- এমাদ শার্গী (৫৯), মোরাদ তাহবাজ (৬৭)এবং সিয়ামক নামাজি (৫১)। এর মধ্যে নামাজিকে ২০১৫ সালে আটক করা হয়েছিল। তাদের সবাই যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বৈত নাগরিক্তব রয়েছে। বাকি দুই আমেরিকানের পরিচয় গোপন রাখা হয়েছে। তবে পশ্চিমা গণমাধ্যশে বরা হয়েছে এর মধ্যে একজন নারী।
অপরদিকে যুক্তরাষ্ট্রের হাত থেকে মুক্তি পাওয়া পাঁচ ইরানি হলেন- কাভেহ আফ্রাশিয়াবি, মেহরদাদ মঈন আনসারি, আমিন হাসানজাদেহ, রেজা সারহাংপুর কাফরানি এবং কামবিজ আত্তার কাশানি।
মুক্তির পর তাদের মধ্যে মাত্র দুইজন নিজ দেশ ইরানে ফিরবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মি. কানানী জানিয়েছেন। তিনি বলেন, বাকিদের মধ্যে একজনের পরিবার তৃতীয় একটি দেশে থাকায় তিনি সেখানে যাবেন। আর বাকি দুইজন আগে থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করায় সেকানেই থাকার ইচ্ছা পোষণ করেছেন। সূত্র: সিএনএন ও আল-জাজিরা
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।