Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে ‌‘বিধ্বংসী’ ঘূর্ণিঝড়ে ১০০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ১ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রে ‌‘বিধ্বংসী’ ঘূর্ণিঝড়ে ১০০ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন।

সোমবার ( ৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র‌্যান্ডওয়েল জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ৬ অঙ্গরাজ্যে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ওয়াশিংটনে নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে।

উপদেষ্টা জানান, দুর্যোগ মোকাবিলা দফতরের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত উত্তর ক্যারোলাইনা থেকে ৩৯ জন, দক্ষিণ ক্যারোলাইনা থেকে ২৫ জন, জর্জিা থেকে ১৭ জন, ফ্লোরিডা থেকে ১৪ জন, টেনেসি থেকে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে ১ জনের মরদেহ উদ্ধোর করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং উপদ্রুতদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। এ সময় অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তা-ঘাট ডুবে গেছে।

এর পর  শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে সাধারণ মৌসুমি ঝড়ে পরিণত হয় হেলেন। ঘণ্টায় ৫৫ থেকে ৩৫ কিলোমিটারে নেমে আসে বাতাসের গতিবেগ থাকে।

মার্কিন আবহওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত ঘূর্ণিঝড়র আঘাত করেছে, সেগুলোর মধ্যে বিধ্বংসী ক্ষমতার নিরিখে হেলেনের অবস্থান ১৪ তম এবং প্রশস্ততা বা বেড়ের দিক থেকে তৃতীয়। ফ্লোরিয়ায় আছড়ে পড়ার সময় এ ঝড়টির বেড় ছিল ৬৭৫ কিলোমিটার।

বিশাল-বিস্তৃত আকারের হওয়ার কারণে ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছিল।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়