Apan Desh | আপন দেশ

ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ২ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৪:২৮, ২ ডিসেম্বর ২০২২

ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিখোঁজ ৫০

সংগৃহীত ছবি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাতারিনা প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুই জনের প্রাণহানি এবং অর্ধশতাধিক নিখোঁজের খবর নিশ্চিত করেছে দেশটির জরুরি বিভাগ। খবর রয়টার্সের।

টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধস হয়েছে অঞ্চলটিতে। এতে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক ঘরবাড়ি এবং স্থাপনা। ধ্বংস হয়ে গেছে বহু সড়ক। বাস্তুচ্যুত অন্তত ৭০০ বাসিন্দা। দুর্দশাগ্রস্ত এসব বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে আশ্রয়কন্দ্রে। দুর্যোগ কবলিত এলাকায় যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স টিম। ধ্বংসস্তূপ সরিয়ে চালানো হচ্ছে উদ্ধারকাজ। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পৌঁছানো সম্ভব হচ্ছে না অনেক দুর্গম এলাকায়।


প্রতি বছরই এই সময়টাতে বন্যা কবলিত হয় অঞ্চলটি। তারপরও ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাব রয়েছে বলে দাবি স্থানীয়দের।

আপন দেশ ডটকম/ এবি/ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ