Apan Desh | আপন দেশ

উত্তর কোরিয়ায় এবার বিশেষায়িত লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২৬ জানুয়ারি ২০২৩

উত্তর কোরিয়ায় এবার বিশেষায়িত লকডাউন

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন

শ্বাসযন্ত্রের অসুস্থতাজনিত কারণে পাঁচ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে রাজধানী পিয়ংইয়ংবাসীর জন্য মঙ্গলবার লকডাউন জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী শহরের অধিবাসীদের কিছুক্ষণ পরপরই শরীরের তাপমাত্রা মাপতে হবে এবং প্রতিবারই সেই রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। খবর এএফপির।

উল্লেখ্য, এর আগেও করোনার কারণে কয়েকবার লকডাউন দিয়েছে উত্তর কোরিয়া। ২০২২ সালের ১২ মে প্রথম লকডাউন জারি করা হয়েছিল দেশটিতে।
শ্বাসযন্ত্রের এ অসুস্থতা কোভিড-১৯ কিনা, তা স্পষ্ট নয়। রাজধানীতে ছড়িয়ে পড়া অসুস্থতার মধ্যে রয়েছে সাধারণ সর্দি। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তর কোরিয়ার রাজধানী পুনরায় কোভিডের মুখোমুখি হতে যাচ্ছে।

এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের গবেষক গো মায়ং হিউন বলেন, শুধু উত্তর কোরিয়ায়ই নয়, পৃথিবীজুড়েই কোভিড পুনরায় ফিরে আসবে কিনা, তা নির্ভর করবে তাপমাত্রার ওপর।
এদিকে কঠিন পরিস্থিতি সামাল দিতে উত্তর কোরিয়ায় খাদ্য মজুত করা হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চল এ লকডাউনের আওতায় আসবে কিনা, তা এখনো জানা যায়নি। কিম জং উন গত বছর উত্তর কোরিয়ায় কোভিড সংক্রমণের কথা স্বীকার করলেও আগস্টের মধ্যেই নিজ দেশকে পুরোপুরি কোভিডমুক্ত বলে ঘোষণা দেন।

করোনাউত্তর কোরিয়ালকডাউন

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়