Apan Desh | আপন দেশ

রাহুল ইস্যুতে মোদি বিরোধী জোট বাধছে দুই কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২৪ মার্চ ২০২৩

আপডেট: ১৯:১৬, ২৪ মার্চ ২০২৩

রাহুল ইস্যুতে মোদি বিরোধী জোট বাধছে দুই কংগ্রেস

ফাইল ছবি

গোয়া ভোটের সময় থেকে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে তা তিক্ত থেকে তিক্ততর হয়েছে; কিন্তু লোকসভার স্পিকার রাহুলের সাংসদ পদ খারিজ করতেই তিক্ততা ভুলে তার পাশে দাঁড়ালেন মমতা ও অভিষেক। যেন মোদির বিরুদ্ধে একজোট হলো কংগ্রেস-তৃণমূল! 

বরখাস্ত রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের পক্ষ নিয়ে টুইটারে ক্ষোভ ঝেড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মমতা বা অভিষেক, কেউই রাহুলের নাম নেননি। জোড়া টুইটে নাম উল্লেখ না করলেও রাহুলের পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী এবং দলের সাধারণ সম্পাদক। খবর আনন্দবাজার পত্রিকার। 

আরও জানুন<> রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল 

মমতা টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির নতুন-ভারতে বিরোধী নেতারাই বিজেপির মূল নিশানা। অপরাধী নেতাদের বিজেপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, আর বিরোধী নেতাদের বরখাস্ত করা হচ্ছে ভাষণ দেয়ার জন্য! 

আরও পড়ুন<> রাহুল গান্ধীর দুই বছরের সাজা

এদিকে রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজ করেছেন স্পিকার। আগামী ছয় বছর পর্যন্ত ভোটেও অংশ নিতে পারবেন না তিনি। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়