Apan Desh | আপন দেশ

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২ জুন ২০২৩

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহি গ্রেফতার

ছবি: সংগৃহীত

পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির মামলায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) লাহোরে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর ডনের।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাস্তা থেকে এলাহিকে গ্রেফতার করে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেন, পুলিশের সহায়তায় দুর্নীতি দমন সংস্থা সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা আইনে এলাহীকে গ্রেফতার করা হয়নি। এর আগে যেমন ৯ মে ভাঙচুরের অভিযোগে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারর করা হয়েছিল। একটি দুর্নীতির মামলায় এলাহির জামিন খারিজ হয়েছে। তিনি পলাতক ছিলেন। পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানের গুজরাটের উন্নয়ন তহবিল থেকে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে এলাহির বিরুদ্ধে এ মামলা করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়