Apan Desh | আপন দেশ

কমিশন্ড অফিসার নেবে সেনাবাহিনী

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ১৩ জুলাই ২০২৪

আপডেট: ১৩:৫৯, ১৩ জুলাই ২০২৪

কমিশন্ড অফিসার নেবে সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

বিভিন্ন কোরে জনবল নেবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১০ আগস্ট ২০২৪ এর মধ্যে। চূড়ান্তভাবে নির্বাচিতদের সরকার নির্ধারিত সুবিধাদীসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী কমিশন্ড অফিসার পদের বেতন ও ভাতা দেয়া হবে। 

এছাড়াও রয়েছে দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনে কাজের সুযোগ, বাসস্থান, সন্তানদের অধ্যয়ন, প্লট ও চিকিৎসাসহ অন্যান্য সরকারি সুবিধা।

৬০তম বিএমএ বিশেষ (ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, ইএমই ও এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেইজি কোর্সে বিভিন্ন কোরে প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে ১৬ আগস্ট ২০২৪। ১০০ নম্বরের এ লিখিত পরীক্ষা হবে ঢাকা সেনানিবাসে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, আইএসএসবি পরীক্ষার মাধ্যমে চুড়ান্ত নির্বাচন করা হবে।

অনূর্ধ্ব ২৮ বছর বয়সী (১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী) পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

এছাড়া নির্ধারিত শারীরিক যোগ্যতা ও কোরভেদে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে সেনাবাহিনীর ওয়েবসাইটে

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়