ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) র্যাব-২-এর পাঠানো এক বার্তায় এ খবর জানানো হয়েছে। রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন <> বিএনপির পাঁচ বড় নেতাসহ একদিনে ১৩৬ জনের সাজা
হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বলেন, আদালত অবমাননা মামলায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।