Apan Desh | আপন দেশ

নাদিয়া নিহত: বাসচালক-হেলপার ২ দিনের রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:২০, ২৩ জানুয়ারি ২০২৩

নাদিয়া নিহত: বাসচালক-হেলপার ২ দিনের রিমাণ্ডে

ফাইল ছবি

রাজধানীতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারীর দুই দিনের মন্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া আসামিরা হলেন- চালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের। 

সোমবার (২৩ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন। 

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন<<>> তিনদফা দাবিতে সড়ক অবরোধ করেছে নাদিয়ার সহপাঠীরা

রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা দায়ের করেন। সোমবার সকাল সাড়ে ৮টায় তাদের গ্রেফতার করা হয়।

আপন দেশ ডটকম/ সবুজ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ