Apan Desh | আপন দেশ

প্রথম আলোর রোজিনার মামলা অধিকতর তদন্তের নির্দেশ পিবিআইকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ২৩ জানুয়ারি ২০২৩

প্রথম আলোর রোজিনার মামলা অধিকতর তদন্তের নির্দেশ পিবিআইকে

ফাইল ছবি

দণ্ডবিধি ও অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ সোমবার এ আদেশ দেন। রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী আজ সোমবার (২৩ জানুয়ারি) আদালতে হাজির হলে উভয় পক্ষের শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে এ মামলায় রোজিনা ইসলামকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোজিনা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে কোনো উপাদান পাওয়া যায়নি বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়