Apan Desh | আপন দেশ

প্রভাবশালী যেই হোক কাউকে ছাড় নয় : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৪, ৪ জুন ২০২৩

আপডেট: ১৩:৫৬, ৪ জুন ২০২৩

প্রভাবশালী যেই হোক কাউকে ছাড় নয় : র‌্যাব

ছবি : আপন দেশ

মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন।

রোববার বেলা ১১টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৩০ মে মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন র‌্যাব সদস্য এসআই উত্তম কুমার রায়। শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে তাকে দেখতে যান র‌্যাব মহাপরিচালক। 

এসময় তিনি আরও বলেন, সে যখন আহত হয় তাৎক্ষণিকভাবে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন উত্তম কুমার। তার শারীরিক অবস্থা চিকিৎসকদের সহযোগিতায় এখন অনেকটাই ভালো।

খুরশীদ হোসেন বলেন, আমরা ইতোমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছি। এখনো অভিযান চলছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। প্রতিষ্ঠর পর থেকে র‌্যাবের ৩৩ জন সদস্য এখন পর্যন্ত নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজারেরও বেশি সদস্য।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়