Apan Desh | আপন দেশ

চোখের নিচের কালো দাগ দূর করুন প্রাকৃতিক উপায়ে 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ৬ সেপ্টেম্বর ২০২৩

চোখের নিচের কালো দাগ দূর করুন প্রাকৃতিক উপায়ে 

প্রতীকী ছবি

কাজের চাপ, স্ট্রেস, অনিদ্রা, রাত জাগাসহ নানা কারণেই চোখের নিচে কালচে দাগ পড়ে। এ ছাড়া দিনের পর দিন চোখের উপর প্রচণ্ড চাপ পড়লে, আশপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে সেই সব প্রসাধনী সবার ক্ষেত্রে সঠিক কাজ দেয় না।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদান কাজে লাগিয়েও কিন্তু চোখের নিচের কালো দাগ থেকে মুক্তি মিলতে পারে।

শসা এবং আলুর মাস্ক : শসা এবং আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং গুণ রয়েছে, ফলে ডার্ক সার্কল কমাতে খুবই ভালো কাজ করে। শসার রসের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন। এতে তুলো ভিজিয়ে ডার্ক সার্কেলের উপর লাগিয়ে রাখুন মিনিট পনেরো। তারপর চোখ ধুয়ে ফেলুন।

টমেটো রস এবং পাতিলেবুর রস : টমেটোর রস এবং লেবুর রস উভয়ই ত্বকের কালচে দাগ দূর করতে দুর্দান্ত। এক টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। ডার্ক সার্কেলে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন প্রায় ২০ মিনিট। তারপর মুখ ধুয়ে ফেলুন। তবে চোখের চারপাশে কোনও কিছু লাগানোর আগে অবশ্যই প্যাচ টেস্ট করিয়ে নিন।

আমন্ড অয়েল এবং অ্যালোভেরা জেল : আমন্ড অয়েল ময়েশ্চারাইজার হিসেবে অত্যন্ত ভালো। বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ এই তেল ত্বক ভালো রাখতে সাহায্য করে। চোখের চারপাশে আমন্ড অয়েল দিয়ে হালকা ম্যাসাজ করলে ত্বক টানটান হয়, কালো ছোপও ধীরে ধীরে মিলিয়ে যায়।

টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড তেল মিশিয়ে নিন। ডার্ক সার্কেলের উপর এই মিশ্রণটি দিয়ে খানিকক্ষণ ম্যাসাজ করুন। সারা রাত রেখে দিতে পারেন এ ভাবেই। পরদিন ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

গোলাপ জল এবং দুধ : গোলাপ জল এবং দুধের মাস্ক ডার্ক সার্কেল হালকা করতে খুব কার্যকর। একটি ছোট পাত্রে এক টেবিল চামচ দুধের সঙ্গে এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন। চোখের নীচের অংশে এই মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

আপন দেশ/আরএ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়