Apan Desh | আপন দেশ

মেকআপ করলেই ঘামে মুখ?

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৫ সেপ্টেম্বর ২০২৪

মেকআপ করলেই ঘামে মুখ?

ছবি: সংগৃহীত

বাঙালি মেয়েদের প্রথম পছন্দ সাজগোজ বা পরিপাটি হয়ে থাকা। অফিস, কোনো অনুষ্ঠান বা বন্ধুদের সাথে আড্ডায় বেড়োতে অনেকে নিজেকে আরও সুন্দর করে উপস্থাপন করতে মেকআপ ব্যবহার করেন। তবে ঘর থেকে বেড়োতে না বেড়োতেই গরমে মেকআপ ঘামে মুছে যায়। অনেক সময় ফাউন্ডেশন গলে পড়ে যায়। 

অনেকের এমতিতেই মুখ বেশি ঘামে। আবার মেকআপ করলে মুখ ঘামে বেশি। এসব সমস্যা থেকে মেকআপকে দীর্ঘ সময় ধরে রাখতে মেকআপ করার সময় প্রয়োজন কিছু পদ্ধতি অনুসরণ করা। মেকআপের মধ্যে সবচেয়ে ভাল ওয়াটারপ্রুফ মেকআপ করা। তবে এটা খুব ব্যয় বহুল হওয়ায় সকলের পক্ষে সম্ভন না। তাই প্রতিদিনের সুলভ মূল্যের মেকআপেই এর উপায় খুঁজতে হবে। আসুন সেই উপায়গুলো জেনে নেয়া যাক-

মেকআপ করার সময় কিছু স্টেপ অনুসরণ করতে হবে। তবে শুধু মেকআপ না, ঘাম বেশি হলে সারাদিন আমাদের প্রচুর পানি পান করতে হবে। এটি ত্বককে আরও বেশি সতেজ ও মেকআপকে দীর্ঘ সময় ধরে নিখুঁত রাখবে। 

১. বেস মেকআপ হালকা রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজারের মধ্যে হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন ই আর অ্যান্টিঅক্সিড্যান্ট যু্ক্ত ময়শ্চারাইজ়ার ব্যবহার করলে ত্বকও ভাল থাকবে, মেকআপও থাকবে নিখুঁত।  

২. ঘাম বেশি হলে প্রথমেই আমাদের লিকিউড ফাউন্ডেশন বাদ দিতে হবে। ময়েশ্চারাইজারের পর ভাল মানের প্রাইমার লাগান।এরপর পাউডার ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। বাজারে এখন খুব কম দামেই পাউডার ফাউন্ডেশন পাওয়া যায়।

৩. চোখের মেকআপ এর জন্য লিকিউড আইশ্যাডো পরিহার করে পাউডার আইশ্যাডো ব্যবহার করুন। বাইরে গরম বেশি হলে হালকা কালারের  আইশ্যাডো ব্যবহার করতে পারেন। এতে গরম কম লাগবে, মুখও ঘামবে না। এছাড়া আইশ্যাডো বাদ দিয়ে কাজলও ব্যবহার করতে পারেন। 

৪. লিপস্টিক লাগানোর ক্ষেত্রে প্রথমে ঠোঁটে একটু পাউডার বুলিয়ে নিন। এতে লিপস্টিক লাগানোর বেস তৈরি হবে। তারপর লিপস্টিক লাগান। এতে লিপস্টিক গলে যায় না। ফলে সারাদিন লিপস্টিক ভাল থাকবে।  

এছাড়া ঘাম বেশি হলে মেকআপ পরার কয়েক ঘণ্টা আগে শুকনো নরম সুতির কাপড়ে বরফ কুচি নিয়ে মুখে বুলিয়ে নিন। এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বক সতেজ থাকবে।এতে মেকআপ সারাদিন ভাল থাকবে।

আপন দেশ/অর্পিতা 

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়