Apan Desh | আপন দেশ

বিয়ে করছেন না, আপনার জন্য যেসব বিপদ আসন্ন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৩

বিয়ে করছেন না, আপনার জন্য যেসব বিপদ আসন্ন

ছবি: সংগৃহীত

অনেকেই ভাবেন, অবিবাহিত পুরুষেরা তুলনায় অনেকটাই ঝামেলা মুক্ত। সমাজ ও সংসারের জটিল সমস্যা বা দায়িত্ব থেকে তারা অনেকটাই হালকা থাকেন। কিন্তু এই আপাত শান্তির মাঝেই বিপদ সঙ্কেত আছে। 

বিয়ে একটা সামাজিক বন্ধন। এমন এক বন্ধন যা দুটি মানুষকে এক সম্পর্কের সুতোয় বাঁধে। এক সামাজিক স্বীকৃতি দেয় একসঙ্গে থাকার। কিন্তু বর্তমান দ্রুততার যুগে এই মধুর সম্পর্কের প্রতি আগ্রহও কমছে। বিশেষ করে অনেক নারী পুরুষের মধ্যে মাঝেই বিয়ে নিয়ে সংশয় দেখা যায়।

সম্প্রতি ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি ও জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল ওয়ারজবার্গের কমপ্রিহেনসিভ হার্ট ফেলিওর সেন্টারের গবেষণায় উঠে এসেছে, অবিবাহিত পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সমস্যা অপেক্ষাকৃত অনেক বেশি।

গবেষণায় আরও বলা হয়েছে, অবিবাহিত পুরুষেদের অল্প বয়সে জীবনহানি হওয়ার আশঙ্কা বিবাহিত পুরুষের থেকে অনেকটাই বেশি।

সামাজিক জীবনে মেলামেশা কম হওয়ার কারণে অবিবাহিত পুরুষদের এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি থাকে।

গবেষণায় আবার এটাও দেখা গিয়েছে, জটিল রোগে আক্রান্ত হলে সেই পরিস্থিতি সামলানোর আত্মবিশ্বাস বিবাহিত পুরুষদের অনেকটাই বেশি থাকে।

গবেষকদলের চিকিৎসকের একাংশের মতে, জনসংযোগ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সমস্যা নিয়ন্ত্রণ করার শক্তি অনেকটাই বাড়িয়ে দেয়।

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়