Apan Desh | আপন দেশ

বিএনপি-পুলিশ সংঘর্ষে চট্টগ্রামের সমাবেশ পণ্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৯:৩৬, ১৬ জানুয়ারি ২০২৩

বিএনপি-পুলিশ সংঘর্ষে চট্টগ্রামের সমাবেশ পণ্ড

ছবি: আপন দেশ ডটকম

চট্টগ্রামের বিএনপির সমাবেশে আসার পথে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংর্ঘষের পর বিএনপির সমাবেশ সংক্ষিপ্ত করে শেষ করে দেয়া হয়। সংর্ঘষে এক পুলিশসহ আহত হয়েছেন অন্তঃত ৫জন। 

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নানা দাবিতে নগরীর নাসিমন ভবনস্হ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। 

সমাবেশে নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক হয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। 

সংঘর্ষের চলাকালে বিএনপির সভা সংক্ষিপ্ত করে শেষ করে দেয়। ঘটনার পর বেশ কয়েকজন নেতাকর্মীতে আটক করে পুলিশ।

আপন দেশ ডটকম/ এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়