Apan Desh | আপন দেশ

একগুচ্ছ কবিতা

মোহন্ত কাবেরী

প্রকাশিত: ১৯:৪০, ৩১ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৫৯, ৩১ মার্চ ২০২৩

একগুচ্ছ কবিতা

ফাইল ছবি

১. বৈষম্য

ঘুম পায়ে চড়ে রাত্রি মাপে; চোখ অসহায়
পেট পিঠে মিশে কাঠামো ভাঙে
ভবঘুরে দেহের

মার্সেডিজ-পা রক্তলাল প্রাসাদে
ঘুম দুলে জাজিম আরামে নাকের গদগদ
এয়ারকুলারের বক্র হাসি-আঙ্গুল পাঁজরে
কলজে নেওয়ার ধূর্ত বাজিকর

কাঁদে আত্মা- পা দুটি একজনেরই

 

২. বৃষ্টি মুখর সময়

কলমটি বেশ ভালো
কাগজও ধবধবে সাদা
হৃদয়ে মেঘ কালো কালো
চারদিক স্যাঁতসেঁতে কাদা

চাতকেরা বেশ সুখী
মাছেদের মন ফুরফুরে
বৃষ্টির গান শুনতে দেবী
স্বয়ং জলের আসরে

হাওয়ায় শরীর ভরিয়ে দিল
কেয়া ফুলের বন
বৃষ্টির ধারা বীজের মতো
ফাটিয়ে দিল কবিমন

জলের মতোন নেমে আসে
স্মৃতির প্রবল ধারা
আকাশ দিল ভাব ছড়িয়ে
কবি আজ পাগলপারা

 

৩. পরিচয়

ঠিকানা গুঁড়িয়ে নটবালক ফুটপাতে
পরিচয় ছিল খাঁ সাহেব আলাউদ্দিনের বড়বাড়ি
বোমারু দত্ত উল্লাসকরের অরক্ষিত বাড়ির পাশে
ঘর ছিল; অদ্বৈতের নদীটি একমাত্র ভালোবাসা 
মাহমুদ ইট এনেছে আধুনিক প্রাসাদ বানাতে
মিস্ত্রি খুঁজছে  রাজমিস্ত্রি

রাজ্য নেই রানী নেই নেই সেপাই সাস্ত্রী
তবু আমি রাজা  মায়ায় ভরা রাজমেজাজ
নদীর দেশে থাকবে শুধু মানুষের তন্ত্র
মানবতার সমাজ প্রেম ভালোবাসা নজরুল রবীন্দ্রনাথ লালন

স্বপ্নের কারিগর মহান নেতা বাংলার বীর নমস্য দত্ত
বাংলা তার সে বাংলার প্রমাণ করেছে সত্য সত্য

 

৪. কবির দৃষ্টি

বাঘ যখন ধরে ফেলে হরিণটাকে
আমি বলি যাক না সে বেঁচে
বুড়ো বাঘটা শিকার না পেয়ে হাঁপায়
বলি কৌশলে আবার হোক চেষ্টা

বাঘটা ধরে আনল হরিণছানা
আমি কষ্ট পেলাম আরো বেশি
বুড়ো বাঘটা এমনিতে রাতকানা
আবার কয়েকদিনের উপাসি
হরিণ প্রেমিক হয়ে আমি 
বাঘকেও ভালোবাসি!

 

৫. কৃষক ও কল্পনা

রাত্রির নরম জাজিমে ক্লান্ত দেহ
বিবসনা মন
তারাদের পালকিতে চড়ে আফ্রোদিতি
আমাকে করতে আসে হরণ
আসে সোনালি কিছু স্মৃতি
বাংলা-ঘরের সামনে পরে আছে দাদুর স্নেহ

ফসলের মাঠ দেখায় একান্ত গোপনীয়তা
মাঠে মাঠে চাঁদ তার রহস্যের বাঁধন খুলে যায়
আমার স্বপ্নরথ থামে কাঁকতাড়ুয়ার ইশারায়
খোঁজে ভাঙা টুকরো স্মৃতি 
কৃষাণীর বুকভরা দীর্ঘশ্বাস 
কৃষকের মাঠে নেমে আসে আফ্রোদিতি
একহাতে অমৃতের গেলাস
অন্যহাতে পিরিতি
সর্বংসহা কৃষকের জন্য এই উপহার
কবির বিশ্বাস
যুগে যুগে থাকবে এই রীতি
কৃষককে ভালোবাসবে প্রেমের দেবী আফ্রোদিতি

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়