Apan Desh | আপন দেশ

বাউফলে সাংবাদিকের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ১৯ মে ২০২৩

আপডেট: ১৮:৪৩, ১৯ মে ২০২৩

বাউফলে সাংবাদিকের ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছবি : আপন দেশ

পটুয়াখালীর বাউফলে সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার ( ১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোডে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলন, শিবলী সাদেক, অরিফুর রহমান, বিমল চন্দ্র, সবুজ সরকার, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মিশু শিকদার, বাউফল প্রেসক্লাবের সদস্য মো ফিরোজ, রাজনৈতিক ব্যক্তিত্ব শ্যামুয়েল আহম্মেদ লেলিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকের ইজাজের ওপর হামলা পুরো সাংবাদিক সমাজের ওপর হামলার সামিল। হামলাকারী আবদুল আজিজকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬) দুপুরে আবদুল আজিজ হামলা করে ইজারের ওপর। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জীবন সংকটাপন্ন হওয়ায় তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাউফল থানার ওসি এ.টি.এম আরিচুল হক বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়