Apan Desh | আপন দেশ

পূর্বাচলে দৃষ্টিনন্দন খালসহ ১৫ প্রকল্পের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ১৪ নভেম্বর ২০২৩

আপডেট: ১১:০৩, ১৪ নভেম্বর ২০২৩

পূর্বাচলে দৃষ্টিনন্দন খালসহ ১৫ প্রকল্পের উদ্বোধন আজ

ছবি: সংগৃহীত

পূর্বাচল লিংক রোডের খাল খনন সমাপ্ত প্রকল্পের আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃষ্টিনন্দন ও নয়নাভিরাম এ প্রকল্পের উদ্বোধন হবে সকাল ১০টায়। প্রধানমন্ত্রী গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত অধিদফতর এবং চট্টগ্রাম কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত ১৫টি প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

গণভবন থেকে সরাসরি ভাচুয়ালি এসব প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করার সময় প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন। অংশ নেবেন পৃথক মোনাজাত অনুষ্ঠানে। এদিকে আয়োজিত পাঁচটি ভ্যানুতে এসব উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভ্যানুগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনা সরণি (পূর্বাচল), ঢাকার মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন, আজিমপুর কলোনিতে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন, চট্টগ্রামে মেয়র মহিউদ্দিন চৌধুরী সিবিএ এক্সপ্রেসওয়ে (শাহ আমানত বিমানবন্দর প্রান্ত) এবং চট্টগ্রাম আগ্রাবাদ সিজিএস কলোনি।

পৃথকভাবে আয়োজিত এসব উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয় ও দফতর-সংস্থার সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যোগ দেবেন।

আরও পড়ুন <> আজ থেকে ফ্যামিলি কার্ড ছাড়াই মিলবে ৪ পণ্য

প্রকল্পগুলো হলো, চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে টার্মিনাল (মাস্টার প্ল্যান), বাংলাদেশ স্থলবন্দরের ধানুয়া কামালপুর স্থল বন্দর (জামালপুর), রামগড় স্থল বন্দর (খাগড়াছড়ি), বিআইডব্লিউটিসির ছয়টি ইমপ্রুভড মিডিয়াম ফেরি, বিআইডব্লিউটিএ’র মিঠামইন উপজেলার ঘোড়াউতরা, বোলাই-শ্রীগাং নদীর অংশ বিশেষ ও ইটনা উপজেলার ধনু নদীর অংশ বিশেষের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার, পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় ধরলা নদীর নাব্য রক্ষার্থে খনন, ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের লক্ষ্মীপুর প্রান্তে মেঘনা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নৌচলাচল সহজিকরণ, ধাওয়াপাড়া (রাজবাড়ী) ও নাজিরগঞ্জ (পাবনা) ফেরি সার্ভিসসহ নদীবন্দর কার্যক্রম।

ভিত্তিপ্রস্তর স্থাপনের তালিকায় আছে বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’র আওতায় পানগাঁও কার্গো টার্মিনাল নির্মাণ, আশুগঞ্জ কার্গো টার্মিনাল, বরিশাল নদী বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, চাঁদপুর নদী বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল, নারায়ণগঞ্জ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, নারায়ণগঞ্জ খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ। এ সকল প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি তিন লাখ টাকা।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়