Apan Desh | আপন দেশ

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যাতায়াতের দুরাবস্থা

মায়িশা মালিহা চৌধুরী

প্রকাশিত: ২৩:৩৭, ১৯ জুন ২০২৪

আপডেট: ১৪:৫৬, ২৩ জুন ২০২৪

উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যাতায়াতের দুরাবস্থা

ফাইল ছবি

দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। দুইটি মানচিত্রের দুই মেরু। এ দুই  মেরুর বিভিন্ন প্রান্তে বসবাস করে কোটি কোটি মানুষ। জীবনগড়তে কিংবা জীবনযাপনের তাগিদে অনেকেই এ প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়। নিজ গন্তব্যে পৌঁছাতে অনেক সমস্যা তৈরি হয়। উত্তরের সঙ্গে দক্ষিণ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত অবস্থা যেন এক দুর্বিষহ ব্যাপার। পুরুষ শাসিত সমাজে নারীদের দুর্ভোগ যেনো অভিশাপ। 

এ যাতায়াতের হয়রানিতে পরে বিভিন্ন চাকরিজীবী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাও। স্বল্প সময়ে নিজ গন্তব্যে পৌছানোর চাহিদা থাকে। এসময় দেখা যায় কয়েকশত কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ট্রেন কিংবা বাসের সরবরাহ যথেষ্ট নয়। নানা কায়দা কৌশল অবলম্বন করতে হয়। কখনো বাসে। মাঝপথে নেমে আবার কখখনো ট্রেনে। দুই যান না পেলে স্থানীয় প্রযুক্তির তৈরী ভ্যান বা অটোর যাত্রীও হতে হয়। বছরের পর বছর চলছে এ দুর্ভোগ কিন্তু দুই মেরুর মানুষের জন্য তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। যে কারণে ভোগান্তি স্থায়ীরূপ নিচ্ছে। 

এ সমস্যা নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিয়া বুশরা ইশা বলেছন- আমি নারী শিক্ষার্থী। যাতায়াত ব্যবস্থা আমার কাছে এক গুরুত্বপূর্ণ বিষয়। আমার বাসা ঠাঁকুরগাঁও। আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমে ট্রেনে বা বাসে করে অন্যকোনো জেলার স্টেশনে যেতে হয়। তারপর খুলনাগামী রূপসা বা সীমান্ত এক্সপ্রেসে উঠি। এ ট্রেন সার্ভিসও যথেষ্ট নয়। আবার মাঝে মাঝে ট্রেন নিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। আমাদের এদিকে বাস সার্ভিসের ব্যবস্থাও নেই বললেই চলে। একজন শিক্ষার্থী হিসেবে  আমি অনেক সমস্যার সম্মুখীন হই। 

এ নিয়ে দক্ষিণবঙ্গের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউজ্জামান শিহাব বলেন,আমার বাসা উত্তরবঙ্গে। আর আমি লেখাপড়া করছি দক্ষিণবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানে। আমার যাতায়াত ব্যবস্থা নিয়ে নাই বা বললাম। না আছে সরাসরি ট্রেন ব্যবস্থা না আছে বাস সার্ভিস পুরোপুরি। এজন্য অনেক বাধা বিপত্তি পেরিয়ে চলতে হয়। অনেক সময় যানবাহনের সরবরাহ না থাকায় যথাসময়ে গন্তব্যে যেতেও পারিনা।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়