Apan Desh | আপন দেশ

স্বাস্থ্য অধিদপ্তর

সাপের কামড়ে ছয় মাসে ৩৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৯:১৩, ১০ জুলাই ২০২৪

সাপের কামড়ে ছয় মাসে ৩৮ মৃত্যু

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশব্যাপী আতঙ্ক ছড়ায় রাসেলস ভাইপার। চলতি বছরে সারাদেশে সাপের কামড়ে৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৬১০টি সাপে কামড়ের তথ্য পাওয়া যায়। এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে রাজশাহীতে।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাপের কামড়ে মোট ৪১৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারে ১৮টি এবং অন্য বিষধর সাপে কাটার ঘটনা ৭৩টি। সাপের কামড়ে আক্রান্তদের মধ্যে মোট ১১ জন রোগী মারা যান। যার মধ্যে রাসেলস ভাইপার দংশনের কারণে মারা যান ৫ জন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়