Apan Desh | আপন দেশ

সিএনজিতে চেপে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ১০ জুলাই ২০২৪

আপডেট: ২০:০০, ১০ জুলাই ২০২৪

সিএনজিতে চেপে সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত

ছবি: আপন দেশ

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চলছে। ফলে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে গাড়ি ছেড়ে সিএনজি-চালিত অটোরিকশায় চড়তে হয়েছে।

বুধবার (১০ জুলাই) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে নির্ধারিত বিদায়ী সাক্ষাতের জন্য সংসদ ভবনে যাচ্ছিলেন তিনি। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে হোয়াইটলির গাড়িও এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে। এ ঘটনা নিয়ে নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছেন চার্লস হোয়াইটলি। ডেপুটি হেড অব মিশন ড. বার্ন্ড স্প্যানিয়ারের তোলা ভিডিওতে রাজধানীতে তাদের ভিন্নধর্মী এ অভিযানের বিভিন্ন দিক ফুটে উঠেছে।

ভিডিওতে দেখা গেছে, তারা কিছু পথ হেঁটে পাড়ি দিয়েছেন, বাকি পথ সিএনজি-চালিত অটোরিকশায় চড়েছেন।

হোয়াইটলি ফেসবুকে লিখেছেন, বিক্ষোভের কারণে, আমরা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেমে নেমে যাই। সিএনজির মাধ্যমে মাননীয় স্পিকারের সঙ্গে দেখা করতে যাই। 

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়