Apan Desh | আপন দেশ

ড. ইউনূস আজ দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৪, ৭ আগস্ট ২০২৪

ড. ইউনূস আজ দেশে ফিরছেন

ফাইল ছবি

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আজ (৭ আগস্ট) দেশে ফেরার কথা রয়েছে। চিকিৎসাজনিত কারণে তার দেশে ফিরতে দেরি হচ্ছে। তবে বুধবারই তিনি ঢাকায় পৌঁছাতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র।

ঢাকায় ফিরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন, নাকি পরে দায়িত্ব নেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। 

এর আগে ৫ আগস্ট সোমবার দুপুরের পর প্রধানমন্ত্রীর পদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। তবে ট্রাফিক পুলিশের দায়িত্বপালন করছে ছাত্র-জনতা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়