ড. মুহাম্মদ ইউনূস
ফ্রান্সের ‘প্যারিস শার্ল দ্য গোল’ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি ঢাকায় ফিরে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করবেন।
প্রসঙ্গত, আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন ‘আগামীকাল বিকেল ২ টা ৩০ মিনিটে ড. ইউনূস ঢাকায় এসে পৌঁছাবেন। বিকেলেই শপথ অনুষ্ঠান করার চিন্তা থাকলেও তা সম্ভব নয়। তাই রাত ৮ টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হবে।
এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।