Apan Desh | আপন দেশ

ছাড়া পেলেন ৯৬ মামলার সেই সাহেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

ছাড়া পেলেন ৯৬ মামলার সেই সাহেদ

ছবি -সংগৃহীত

দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ৯৬ মামলার আসামি রিজেন্ট সাহেদ জামিন মুক্তি পেয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানায়, রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ৯৬ মামলার আসামি ছিলেন। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ বুধবার (৪ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানার একটি অস্ত্র মামলায় সাহেদ জামিন পান। আদেশের কপি কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে তাকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

রিজেন্ট সাহেদ ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়