Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ আজ

ছবি -সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি ও নিহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচি আজ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে ‌‘শহীদি মার্চ’ শুরু হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাবি ছাত্র-শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা মনে করি, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের স্মরণ করার সময় এটি। এজন্য আমরা আগামীকাল শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে সারা দেশে শহীদি মার্চ করব। এতে সব শহীদের পরিবারকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমরা চাই, আগামীকালও সারা দেশে ছাত্র-জনতার গণজোয়ার নামবে।

তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে। গণমাধ্যমের কাছে অনুরোধ, কীভাবে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন করতে হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়