Apan Desh | আপন দেশ

উস্কানিমুলক বই প্রকাশ করলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ৩১ জানুয়ারি ২০২৩

উস্কানিমুলক বই প্রকাশ করলে ব্যবস্থা

ছবি: আপন দেশ ডটকম

অমর একুশে বইমেলায় হামলার সুনির্দিষ্ট কোনো থ্রেট বা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেছেন, বইমেলায় অতীতে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবারের অমর একুশে বইমেলায় কোনো ধরনের বক্তব্য বা উসকানিমূলক বই প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বাংলা একাডেমি থেকে শুরু করে পাঠ্যপুস্তক ব্যবসায়ী লেখক যারা আছেন সবাই নজর রাখছে।

ডিএমপি কমিশনার বলেন, পুরো বইমেলা ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক থাকবে।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়