Apan Desh | আপন দেশ

ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৩

ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের চেষ্টা করবে। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

৬টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়েছে। কোথাও কোথাও ছোট কিছু অনিয়ম হলেও ব্যপক আকারে কিছু হয়নি। ভোটের জন্য স্থানীয় প্রসাশনের ওপর নির্ভর করতে হয়। তবে এবারের ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে কমিশন।

এই ভোটগ্রহণে সিসি ক্যামেরা ব্যবহার না করা হলেও গণমাধ্যমের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনায় ইসি নির্বাচন পর্যবেক্ষণ করেছে বলে জানান সিইসি। বলেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল আনুমানিক ১৫ থেকে ২০ শতাংশ।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়