Apan Desh | আপন দেশ

পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১২:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পাতাল মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রূপগঞ্জের পূর্বাচল সেক্টর-৪ এ উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। 

সমাবেশ কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কেন্দ্র করে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা একের পর এক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের ঢল নেমেছে অনুষ্ঠানস্থলে।

নারায়ণগঞ্জের পিতলগঞ্জে এই এলাকাতেই হবে পাতালরেলের প্রথম স্টেশন। এমআরটি লাইন-১ হিসেবে চিহ্নিত এ প্রকল্পে এখান থেকে যাত্রা শুরু করে পাতাল রেল যাবে রাজধানীর কমলাপুরে। প্রায় ৩২ কিলোমিটার পথের পাতাল ও উড়াল মেট্রোরেলের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। 

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়