Apan Desh | আপন দেশ

ফখরুলের বাবা শান্তিবাহিনীর প্রধান ছিলেন: ড. রাজ্জাক

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২৩:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২২

ফখরুলের বাবা শান্তিবাহিনীর প্রধান ছিলেন: ড. রাজ্জাক

ছবি: আপন দেশ ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাবা রাজাকার ছিলেন বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ফখরুল ইসলামের বাবা রাজাকার এবং শান্তিবাহিনীর প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধের পর জীবন বাঁচাতে ছয় মাস ভারতে পালিয়ে ছিলেন। চিন্তা করেন কত বড় রাজাকার এবং পাকবাহিনীর দালাল ছিলেন। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশের ১৫ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিলো না। আজকে বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বিদ্যুতের লাইন যায় না, দুর্গম এলাকা, সেখানে সোলারের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. রাজ্জাক বলেন, ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, আপনি কি আশ্বিন ও কার্তিক মাসে নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম এইসব চর এলাকায় গিয়েছেন? মানুষের কষ্ট দেখেছেন? প্রতিবছর আশ্বিন ও কার্তিক মাসে এসব এলাকায় মঙ্গা হতো। শত শত লোক না খেয়ে মারা যেত। সেই সময় পত্রপত্রিকায় নিউজ হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, আমি ছোটকাল থেকে আমার গ্রামে দুর্ভিক্ষ দেখেছি। মানুষের কষ্ট দেখেছি। কোনো মানুষের ঘরে খাবার থাকতো না। ছনের ঘর দিয়ে পানি পড়তো। সেই বাংলাদেশে আজ ছনের ঘর নেই। সকল বাড়িতে বিদ্যুৎ, ভাত রান্নার চুলা আছে। বাংলাদেশ ঘরে ঘরে টেলিভিশন ফ্রিজ আছে। আর গত দুইদিন আগে মির্জা ফকরুল ইসলাম খান আলমগীরের নিজ এলাকায় বক্তব্য দিয়েছেন, পাকিস্তান আমলেই নাকি বাংলাদেশটা ভালো ছিলো।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশেনে ৪ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়। পরে জিএম তালেব হোসেনকে সভাপতি এবং পীরজাদা মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নরসিংদী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

আপন দেশ ডটকম/ আবা

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। সিরিয়ার আলেপ্পো শহরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৩৮ ৭৪ সালে দুর্ভিক্ষ লাগাতে মঈন খানে পিতা সহায়তা করেছে: ড. হাছান মাহমুদ ভারতীয় সবচেয়ে বড় পণ্য বাংলাদেশ আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র রায় আ. লীগ কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করে না: ওবায়দুল কাদের জুনের মধ্যে প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী সাকিবের উপস্থিতি দলে প্রশান্তি দেয়: পোথাস গাজায় ত্রাণ প্রবেশ করতে দিতে ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ বাংলাদেশে বন্দি পোশাক শ্রমিকদের মুক্তি দিন: যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি