Apan Desh | আপন দেশ

অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ সদস্য

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ২৪ জুন ২০২৪

আপডেট: ১৪:৩৬, ২৪ জুন ২০২৪

অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ সদস্য

ফাইল ছবি

স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিতে আরও ১৭ সদস্যকে যুক্ত করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সদস্যরা হলেন: 
১. আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা)
২. ড. এনামুল হক চৌধুরী (সিলেট)
৩. এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস)
৪. আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি)
৫. রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-বিএনপি)
৬. নাহিদ খান (সহ-আন্তর্জাকি বিষয়ক সম্পাদক-বিএনপি)
৭. ড. তোফাজ্জল হোসেন তপু (জাপান)
৮. হাফিজ খান সোহেল (ওয়াশিংটন)
৯. এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া)
১০. বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া)
১১. ডলি (Dali) নাসির (ইতালি)
১২. গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক)
১৩. শফিক দেওয়ান (জার্মানি)
১৪. ড. শামীম পারভেজ (জার্মানি)
১৫. হাজী হাবিব (ফ্রান্স)
১৬. কবির আহমেদ (আয়ারল্যান্ড)
১৭. মো. নায়েমুল (Naemul) বাসির (অস্ট্রিয়া)

বিবৃতিতে বলা হয়, ‘বৈদেশিক’ সম্পর্ক কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যের চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যের মধ্যে হুমায়ুন কবির (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), সিরাজুল ইসলাম (সাবেক রাষ্ট্রদূত), তাসভিরুল ইসলামকে (কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়।

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়