ছবি -সংগৃহীত
চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা করেছে দলটির কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়,, ২ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথে এক ব্যবসা প্রতিষ্ঠানে ওবায়দুল ইসলাম সৈকতসহ ১৫/২০ হামলা করে নগদ টাকা লুট করে এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে মারধর করে। তার অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে এবং একই সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেন।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।