Apan Desh | আপন দেশ

বিএনপির শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:১৮, ১ অক্টোবর ২০২৪

বিএনপির শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা

ছবি- আপন দেশ

নির্বাচনের ফল বাতিলের অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ডা.শাহাদাত হোসেন। অবশেষে তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ আদেশ দেন।

এ দিন ২০২১ সালের চসিক নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা দেন। এছাড়া ডা. শাহাদাত হোসেনকে দায়িত্ব বুঝে দেয়ার নির্দেশ দেয়া হয়।

বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বলেন, বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় বিবাদি করা হয় চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এম এ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে। তাদের পক্ষে আদালতে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়