Apan Desh | আপন দেশ

দেশে ফিরলেন ১৪৮১৬ হাজি, মৃত্যু বেড়ে ৪৭

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ জুন ২০২৪

দেশে ফিরলেন ১৪৮১৬ হাজি, মৃত্যু বেড়ে ৪৭

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৪ হাজার ৮১৬ জন হাজি। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৩৮ ফিরতি ফ্লাইটে এ হাজিরা দেশে এসেছেন। আর এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫টি।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। আর তাদের মধ্যে মক্কায় ৩৬ জন, মদিনায় চারজন, জেদ্দায় একজন এবং মিনায় ছয়জন মারা যান।

এদিকে আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়