Apan Desh | আপন দেশ

গণভবনের ইফতার পার্টি এবারও বাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৪, ২৩ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৫৭, ২৩ মার্চ ২০২৩

গণভবনের ইফতার পার্টি এবারও বাদ

ফাইল ছবি

এবার রমজানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইফতার পার্টি হচ্ছে না। কৃচ্ছতা সাধননীতির অংশ হিসেবে রমজান মাসে গণভবনে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রীতি অনুযায়ী রোজার মাসের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনার মাঝে দুই বছর এই রীতিতে ভাটা পড়ে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চলতি বছরও ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এমন রীতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এতিমদের জন্য যে ইফতার আয়োজন হতো, তা বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়