Apan Desh | আপন দেশ

হজযাত্রী নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ২৫ মার্চ ২০২৩

আপডেট: ২২:৫৯, ২৫ মার্চ ২০২৩

হজযাত্রী নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া নেই

ফাইল ছবি

চলতি মৌসুমে হজ প্যাকেজের খরচ বেশি বলে নানা মহল থেকে অভিযোগ আসে। এ নিয়ে বিস্তর সমালোচনার মুখে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দেয় ধর্ম মন্ত্রণালয়। 

এরপরও হজযাত্রী নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। পঞ্চম দফায় সময় বাড়ানোর পর গত তিনদিনে নিবন্ধন করেছেন মাত্র ৪৯৮ জন। কোটা পূরণ হতে আরও লাগবে ১১ হাজার ১০৬ জন। নিবন্ধনের সময় শেষ হবে ২৭ মার্চ।  

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি নিবন্ধনের সংখ্যা বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। 

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, সৌদি সরকার মিনার ক্যাটাগরি ফি বা তাঁবুর ক্যাটাগরি ফি ৪১৩ রিয়ালের মতো কমানোর কারণে হজ প্যাকেজের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটা শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের সব দেশের জন্যই কমানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়