Apan Desh | আপন দেশ

সময় বাঁচবে ৬টি কীবোর্ড শর্টকাট ব্যবহার করুন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ১৯ সেপ্টেম্বর ২০২২

সময় বাঁচবে ৬টি কীবোর্ড শর্টকাট ব্যবহার করুন

ফাইল ছবি

মূল্যবান সময় বাঁচাতে আমরা নানামুখি চেষ্টা করে থাকি। কম্পিউটারের বেলাতে কেন নয়। কিছু কীবোর্ড শর্টকাট আপনার সময় বাঁচাতে বেশ সাহায্য করতে পারে।

উইন্ডোজ+ডি: আপনার ডেস্কটপে অনেকগুলো ট্যাব ও উইন্ডো খোলা থাকা সত্ত্বেও এটি আপনাকে ডেস্কটপ লুকাতে বা দেখাতে সাহায্য করে।
স্পেসবার: এর মাধ্যমে আপনি বিভিন্ন পেজের নিচে স্ক্রল করতে পারবেন।
শিফট+স্পেসবার: এর মাধ্যমে আপনি বিভিন্ন পেজে ওপরে স্ক্রল করতে পারবেন।
উইন্ডোজ+লেফট/রাইট অ্যারো: যদি আপনার একাধিক উইন্ডো খোলা থাকে, তাহলে এই শর্টকাটটি ব্যাবহার করে আপনি পাশাপাশি দুটি নির্বাচন করা এবং সেগুলোতে কাজ করতে পারবেন।
অল্টার+ট্যাব: এই শর্টকাটটি আপনাকে একাধিক উইন্ডোর মধ্যে দ্রুত সুইচ করতে সাহায্য করে।
আপনি যদি গোপনীয় কিছু নিয়ে কাজ করেন এবং হঠাৎ কেউ যদি এসে পড়ে, তাহলে উইন্ডোজ+এল: এই শর্টকাটটি ব্যবহার করুন। এটি আপনার কম্পিউটারকে এক সেকেন্ডের মধ্যে লক করে দিবে।

আপন দেশ ডটকম/এবিপি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়