Apan Desh | আপন দেশ

শুধু ফোনই নয়, চার্জারের যত্নও নিন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ৭ জানুয়ারি ২০২৩

শুধু ফোনই নয়, চার্জারের যত্নও নিন

ফাইল ছবি

মোবাইল অচল, যদি চার্জার না থাকে। তাই মোবাইলের চার্জার সঠিকভাবে ব্যবহার করতে হবে। আসুন আজ জানব কিভাবে যত্ন নিতে হয়:

# প্রথমত ফোনের চার্জার খোলার সময় কর্ড ধরে টান দিবেন না। ইউএসবি পোর্ট ধরে খুলতে হবে।

# বাইরে যাবার সময় আমরা এটা প্রায়ই করি, চার্জার ধরেই ব্যাগের ভেতর ছেড়ে দেই। চার্জারের তারের খবর আমরা রাখি না। তাই হ য ব র লভাবে পেঁচিয়ে তার নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে একটা কাজ  করতে পারেন, তার ভালো করে পেঁচিয়ে ক্লীপ বা রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে নিতে পারেন।

# কোথাও গেলে একটি বক্স ব্যবহার করতে পারেন। বক্সে ভরে ব্যবহার করলে বা বাইরে নিয়ে গেলে নষ্ট হওয়ার ভয় কম। 
# চার্জারের ওপর যেন পানি না পড়ে সেদিকে খেয়াল রাখুন। আগুন থেকেও সাবধানে রাখুন।

# চার্জ দেওয়া শেষ হয়ে গেলে, প্লাগ খুলে রাখুন। প্লাগ খোলার সময়ও মাথা ধরে টেনে খুলুন। তার ধরে টান দিবেন না।

# খুব বেশি ঠাণ্ড বা গরম হলে চার্জার নস্ট হয়ে যেতে পারে। তাই স্বাভাবিক আবহাওয়ায় রাখার চেষ্টা করুন।

আপন দেশ ডটকম/ সবুজ/ সূত্র : ইলেকট্রনিকপ্রোডাক্ট ডটকম।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়