Apan Desh | আপন দেশ

নিজেকে নিজেই বিয়ে করে পরদিন বিচ্ছেদের ঘোষণা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ১২ মার্চ ২০২৩

আপডেট: ০২:১৭, ১২ মার্চ ২০২৩

নিজেকে নিজেই বিয়ে করে পরদিন বিচ্ছেদের ঘোষণা

সংগৃহীত ছবি

সোশ্যাল মিডিয়া টুইটারে সোফি মউরে নামে এক তরুণী নিজেকে নিজে বিয়ে করেছেন। পরদিনই  ঘোষণা দিয়েছেন বিচ্ছেদের। 

গেল ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নিজেই বিয়ের কথা জানান। বিয়ের সাদা পোশাক পরা ছবি শেয়ার করেন। 

ছবির ক্যাপশনে সোফি স্প্যানিশ ভাষায় লেখেন, আজকে আমার জীবনের সবচেয়ে বড় দিন! বিয়ের পোশাক কিনেছি, নিজের হাতে বিয়ের কেকও বানিয়েছি।

টুইটারে এই ছবি দেওয়ার পর চর্চা শুরু হয়। নেটিজেনরা সোফিকে শুভেচ্ছা জানালেও অনেকেই বলছেন, এটি প্রচারে থাকার থাকার কৌশল।

তবে বিয়ের পরদিনই বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোফি। তিনি লেখেন, আমার বিবাহবিচ্ছেদ চাই। এক দিন আগেই আমি নিজেকে বিয়ে করেছি। তবে বিয়ে বিষয়টি আমি আর নিতে পারছি না!
আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়