Apan Desh | আপন দেশ

ভারতের বিরুদ্ধে জয়কে স্বস্তি বলছেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ভারতের বিরুদ্ধে জয়কে স্বস্তি বলছেন হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়কে বড় স্বস্তির বলছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপ সুপার ফোরে আগের দুই ম্যাচ হেরে বিদায় আগেই নিশ্চিৎ হয়েছিল বাংলাদেশের। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সে দুই ম্যাচে হারের ধরন নিয়ে সমালোচনা হয়েছে। 

ভারতের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্সের পর এক মধুর সমস্যায় পড়েছেন লঙ্কান এই কোচ। বাংলাদেশের বিশ্বকাপ দল বাছাই করা এখন নাকি একটু কঠিনই হয়ে গেল। ! ভারতকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাথুরুসিংহে। 

হাথুরুসিংহে ব্যাখ্যায় বলেছেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের গভীরতা দেখতে চেয়েছি। এই ম্যাচে আমরা তিনজনকে সুযোগ দিয়েছিলাম, তারা যেন নিজেদের সামর্থ্যটা দেখাতে পারে। বিশ্বকাপের জন্য এখন ১৫ সদস্য বেছে নেয়া একটু কঠিনই হয়ে গেল।’

হাথুরুসিংহে এই মধুর সমস্যার কথা বলেছেন অন্য একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপের আগে এই জয় কতটা স্বস্তির? তখন চ্যালেঞ্জগুলোর কথা বলেছেন বাংলাদেশ কোচ, ‘সত্যি বলতে কি, এশিয়া কাপে আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি, যেটি আগেও বলেছি। এটি কোনো অজুহাত নয়, তবে এই টুর্নামেন্টে আমাদের ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়েছে। আমরা ক্যান্ডিতে খেলেছি, লাহোরে খেলেছি। এরপর এখানে (কলম্বো) এসে খেললাম। এ ছাড়া খেলোয়াড়দের ইনজুরি ও ফিটনেস নিয়েও আমাদের খারাপ সময় পার করতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ ছিল।’ 

হাথুরুসিংহে বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তির জয়। এখন আমরা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে পারব।’

হাথুরুসিংহে আরেকটি কথা বলেছেন, যেটি বিশ্বকাপ মাথায় রাখলে গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে জয়টা তার চোখে দলীয় পারফরম্যান্সে তুলে নেয়া জয়। বাংলাদেশের জন্য এটি স্বস্তির বলেই মনে করেন হাথুরুসিংহে, ‘অবশ্যই এই জয় আমাদের জন্য তৃপ্তির। এই জয়ে কমবেশি সব খেলোয়াড়ের অবদান আছে। এশিয়া কাপে আমাদের ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও তেমন দলীয় পারফরম্যান্স ছিল না। এই ম্যাচে সেটা দেখা গেছে, এটি অনেক স্বস্তির।’

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়