ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই চেন্নাইয়ে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। এর মধ্যেই কোহলির ব্যাটিং নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ছক্কা মেরে দেয়াল ভাঙলেন বিরাট কোহলি।
টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দলও এরই মধ্যে ভারত পৌঁছে গেছে। যদিও ভারতের বিপক্ষে এর আগে কখনও টেস্ট জিততে পারেনি টাইগাররা।
অন্যবারের চেয়ে এবার নতুন বাংলাদেশ দলকে দেখতে পারে ভারত। কেন না পাকিস্তানের বিপক্ষেও টেস্টে জয় ছিল না। কিন্তু এবার পাকিস্তানেরই মাটিতে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই বাংলাদেশকে এবার বেশ সমীহের চোখে দেখছে ভারত।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।