Apan Desh | আপন দেশ

রোনালদোর গোলে আল নাসরের দারুণ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ১ অক্টোবর ২০২৪

রোনালদোর গোলে আল নাসরের দারুণ জয়

ছবি সংগৃহীত

স্কোয়াডে ক্রিশ্চিয়ানো রোনালদো নেই মানে দল নরবরে। মৌসুমেই শুরুতেই বুঝিয়ে দিয়েছেন। আগের ম্যাচে দলে না থাকায় দলও জিততে পারেনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক ম্যাচ বাদে তিনি মাঠে ফিরলেন দলের জার্সি গায়ে। দলও খেলল দারুণ ফুটবল। তিনি নিজে করলেন গোল, তাতে আল নাসর ২-১ গোলে হারাল কাতারের আল রাইয়ানকে।

নিজেদের মাঠে আল নাসরকে গতকাল এগিয়ে দিয়েছিলেন সাদিও মানে। সাবেক লিভারপুল ফরোয়ার্ড গোলটা করেন ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। সুলতান আল গানামের পাস থেকে গোলটা করেন তিনি।

এরপরই আসে রোনালদোর পালা। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো গোল পেতে পেতেও শেষমেশ পাননি অফসাইডের কাটায়। সে আক্ষেপটা তিনি ঘোচান ৭৬ মিনিটে গিয়ে। আবদুলরাহমান গারিবের পাস থেকে বাম পায়ের দারুণ এক শটে গোল করেন তিনি।

শেষ দিকে আল নাসর একটা গোল হজম করে। আল রাইয়ানকে ম্যাচে ফেরান রজার গুয়েদেজ। তবে শেষমেশ এক গোলের লিড ধরে রাখে আল নাসর। মাঠ ছাড়ে ২-১ গোলের দারুণ জয় নিয়ে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়