
সংগৃহীত ছবি
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফেনী জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় আজ রোববার (২২ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বান্দরবান জেলার বিপক্ষে মাঠে নামবে ফেনী জেলা দল।
প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল শনিবার (২১ জানুয়ারি) চট্রগ্রামে পৌঁছায় ১৫ সদস্যের ফেনী জেলা দল। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে রয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য শরিফুল ইসলাম অপু। কোচ হিসেবে রয়েছেন আলী আশ্রাফ ইমন।
চট্টগ্রামে রওনার দেয়ার আগে দলকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, জেলা ক্রিকেট কোচ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রিয়াজ উদ্দিন রবিন, ক্রিকেট উপ-কমিটির সদস্য বিধান সেন ও কামরুল হাসান রানা।
উল্লেখ্য, প্রতিযোগিতায় গ্রুপ এ তে সর্বমোট ৪ টি খেলায় অংশ নেবে ফেনী জেলা। গ্রুপের অন্য দল নোয়াখালী জেলা। প্রতিটি দল একে অন্যের বিপক্ষে ২ টি করে ম্যাচ খেলবে। প্রতিভা অন্বেষণ কর্মসূচি হিসেবে প্রতিবছর এ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আপন দেশ ডটকম/ এবি