Apan Desh | আপন দেশ

হাথুরুর সঙ্গী হতে চান না সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩

হাথুরুর সঙ্গী হতে চান না সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ বছর পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়ে ফিরলেন চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এ কোচের প্রত্যাবর্তন ঘিরে আলোচনা চলছে। আলোচনায় ক্রিকেটার থেকে শুরু করে স্থানীয় কোচরাও অংশ নিচ্ছেন। এবার কথা বলেছেন দেশের শীর্ষস্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে, হাথুরুর কাছে বিশেষ কোনো জাদুর কাঠি না থাকলে ফিরিয়ে আনত না বিসিবি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। জাতীয় দলে কোচ হাথুরুসিংহের ফেরা কীভাবে দেখছেন প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, আমরা যেভাবে হাথুরুসিংহেকে চেয়েছি, তার কাছে নিশ্চয়ই অনেক জাদুর কাঠি আছে।’

হাথুরুসিংহের প্রত্যাবর্তনকে একটু ভিন্নভাবেই দেখছেন কোচ সালাউদ্দিন, ‘কেউ একজন হঠাৎ করে চলে গেছে, তাকে আবার আমরা জোর করে আনছি। নিশ্চয়ই জাদুর কাঠি কিছু আছে। তা আপনারাই (গণমাধ্যমকর্মীরা) ভালো বলতে পারবেন, আমি জানি না। তবে নিশ্চয়ই সবাই আশা করে অনেক ভালো ফল হবে।’

প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে দু’জন সহকারী কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। বিদেশিদের সঙ্গে আলোচনায় আছেন দেশিরাও। সেক্ষেত্রে বিসিবি চাইলে দায়িত্ব নিতে প্রস্তুত কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, বোর্ডের যারা কর্মরত আছে, তাদের থেকে নিলে সবচেয়ে ভালো হয়। তারা অনেক দিন ধরে বোর্ডে কাজ করছেন; বিভিন্ন কোচের সঙ্গে কাজ করছেন। তারা আসলে হাথুরুসিংহের সম্পর্কে জানে। তারা হয়তো তাকে সেরা সহযোগিতা করতে পারবেন। আমি আসলে ডেভেলপমেন্টের ছেলেদের চিনি না, এমনকি এইচপির ছেলেদেরও চিনি না। আমার একটা জায়গায় কাজ করতে হলে সব জ্ঞান লাগবে এবং সেই কোচটা সম্পর্কে ধারণা থাকতে হবে।’

তিনি বলেন, ‘হাথুরুসিংহের মানসিকতা কেমন, সে কেমন কোচ তা আমি জানি না। আমি যার সঙ্গে কাজ করব তার ব্যাপারে আমার জানা দরকার। কারণ আমার এখন যেই বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আছে কিনা, আমি জানি না। কারণ গত পাঁচ-১০ বছর ধরে প্রধান কোচ (বিভিন্ন টুর্নামেন্টে) হিসেবে কাজ করছি। এখন সহকারী কোচের জায়গাটা আমি পারব কিনা, আমার সেই সার্বিক ক্ষমতা আছে কিনা সেটাও দেখতে হবে।’ 

আপন দেশ ডটকম/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ