
ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ব্যবধানের জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৩ রানে সফরকারীদের উড়িয়ে দিল বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৩৭ বছরে ৪০৭ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটিই। এর আগে ২০২০ সালে এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় পেয়েছিল টাইগাররা।
সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং আর দারুণ জুটির সঙ্গে মুশফিকের রহিমের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ তোলে ৩৩৮ রান। ওয়ানডেতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি।
চারে নেমে ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলেন সাকিব। অভিষেক রাঙিয়ে হৃদয় করেন ৮৫ বলে ৯২। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়তে পারেননি তিনি সামান্যের জন্য। তবে অভিষেকে দেশের সর্বোচ্চ ইনিংসে রেকর্ড গড়েন ঠিকই।
ছয় বছরের বেশি সময় পর ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিক খেলেন ২৬ বলে ৪৪ রানের ইনিংস।
উদ্বোধনী জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও পরে ঠিকঠাক কিছুই করতে পারেনি আয়ারল্যান্ড। ৩০ ওভার পেরিয়েই অল আউট হয়ে যায় তারা ১৫৫ রানে।
ইবাদত হোসেন নিয়েছেন ৪ উইকেট। তাসকিন আহমেদের ঝুলিতে এসেছে দুটি। উইকেটের পেছনে মুশফিক গ্লাভসবন্দি করেন রেকর্ড ছোঁয়া পাঁচ ক্যাচ।
টস হেরে এদিন আগে ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এদিন সাত হাজার রান পূর্ণ করেন সাকিব। ফিফটিতে পা রাখেন তিনি ৬৫ বলে, বাউন্ডারি সেখানে শুরুর সেই দুটিই। হৃদয়ের ফিফটি আসে ৫৫ বলে। হৃদয়ের সঙ্গে জুটির শতরান আসে ১০৩ বলে।
হৃদয় অভিষেকে পাঁচ নম্বরে নেমে ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরি করতে পারেনি তিনি আট রানের জন্য।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ : ৫০ ওভারে ৩৩৮/৮ (তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫, সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিক ৪৪, ইয়াসির ১৭, তাসকিন ১১, নাসুম ১১*, মুস্তাফিজ ১*; অ্যাডায়ার ১০-০-৭৭-১, হিউম ১০-০-৬০-৪, ম্যাকব্রাইন ১০-০-৪৭-১, ক্যাম্পার ৮-০-৫৬-১, টেক্টর ৬-০-৪৫-০, ডেলানি ৬-০-৫০-০)।
আয়ারল্যান্ড : ৩০.৫ ওভারে ১৫৫ (ডোহেনি ৩৪, স্টার্লিং ২২, বালবার্নি ৫, টেক্টর ৩, ক্যাম্পার ১৬, ডকরেল ৪৫, ডেলানি ১, ম্যাকব্রাইন ০, অ্যাডায়ার ১৩, হিউম ২*; মুস্তাফিজ ৬-০-৩১-০, তাসকিন ৬-২-১৫-২, নাসুম ৮-০-৪৩-৩, সাকিব ৪-০-২৩-১, ইবাদত ৬.৫-০-৪২-৪)।
ফল : বাংলাদেশ ১৮৩ রানে জয়ী। সিরিজ : ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে। ম্যান অব দা ম্যাচ : তাওহিদ হৃদয়।
আপন দেশ/আরএ