Apan Desh | আপন দেশ

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২১ মার্চ ২০২৩

ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

ফাইল ছবি

কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলকে নেতৃত্ব দেওয়া হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এদিকে আগামী ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। এ ম্যাচে নেতৃত্ব দেবেন ২৪ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে। খবর এএফপির। 

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফ্রান্সের হয়ে ৬৬টি ম্যাচ খেলা এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। এখন পর্যন্ত ৩৬টি গোল করেছেন পিএসজির এই তারকা।

ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনও বলছে এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম। 

এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম। সংবাদসম্মেলনে ফ্রান্স কোচ বলেছিলেন, খেলোয়াড়দের সঙ্গে আমি এ ব্যাপারে (ফ্রান্সের অধিনায়ক) আলোচনা করতে যাচ্ছিলাম। অবশ্যই কিলিয়ান তাদের মধ্যে একজন। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়