Apan Desh | আপন দেশ

মুখোমুখি হবে অন্যরকম ম্যানচেস্টার ডার্বি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৩ জুন ২০২৩

মুখোমুখি হবে অন্যরকম ম্যানচেস্টার ডার্বি

ফাইল ছবি

ওয়েম্বলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এক ম্যানচেস্টার ডার্বি। মেজর কোনো প্রতিযোগিতার ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টারের দুই কুতুব! খেলা শুরু হবে শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায়।

এফএ কাপ ফাইনালের আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—ম্যানচেস্টার ইউনাইটেড কি ম্যানচেস্টার সিটিকে রুখতে পারবে? পেপ গার্দিওলার অধীনে সম্প্রতি দানবীয় রূপ নিয়েছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচই যার প্রমাণ।

শতাব্দীপ্রাচীন এ প্রতিযোগিতার এটি হতে যাচ্ছে ১৪২তম ফাইনাল। ফাইনাল ম্যাচে মঞ্চস্থ হবে ১৮৯তম ম্যানচেস্টার ডার্বি। দুই ক্লাবের লড়াইও শতবর্ষী, যা ১২৯ বছরের পুরোনো। এ দ্বৈরথ দুই ক্লাবকে ডাবলসের হাতছানি দিচ্ছে। ম্যানচেস্টার সিটি জিতলে লিগ ও কাপ ডাবলস পূর্ণ হবে। জিইয়ে থাকবে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের হাতছানি। ১৯৯৯ সালে প্রথম ও একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরই মধ্যে ইংলিশ লিগ জিতেছে সিটি।

এফএ কাপের পর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ট্রেবল পূর্ণ হবে ক্লাবটির। অন্যদিকে ম্যানইউ জিতলে পূর্ণ হবে কাপ ডাবলস। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে এরই মধ্যে কারাবাও কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এটি ছিল ডাচ কোচ এরিক টেন হ্যাগের অধীনে ক্লাবের প্রথম শিরোপা। আরেক ডাচ কোচ লুই ফন গালের অধীনে ২০১৬ সালে সর্বশেষ এফএ কাপ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

অপটা সুপার কম্পিউটার-এর বিশ্লেষণে ম্যাচে পরিষ্কার ফেভারিট ম্যানচেস্টার সিটি। দুই দলের বিভিন্ন দিক বিশ্লেষণ করে এ যন্ত্র জানাচ্ছে, ম্যাচে সিটির জয়ের সম্ভাবনা ৬৩.৪ শতাংশ। এ ম্যাচ হারলে ম্যানচেস্টার ইউনাইটেড হবে এফএ কাপ ফাইনালের সবচেয়ে হতাশ দল। আজকের ফাইনালের আগে আটবার এফএ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ হেরেছে রেড ডেভিলরা। সর্বশেষ ২০১৮ সালে এফএ কাপ ফাইনালে চেলসির কাছে হেরেছিল দলটি। প্রতিযোগিতার ইতিহাসে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড যৌথভাবে সর্বোচ্চ ২১ বার ফাইনাল খেলেছে।

১৪ শিরোপা জিতে আর্সেনাল প্রতিযোগিতার সফলতম ক্লাব, দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার ট্রফি জিতেছে ম্যানইউ। ‘সমর্থকদের অনুভূতি বুঝতে পারছি। মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করব—এফএ কাপ ফাইনালের আগে বলছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ। ম্যাচে সর্বগ্রাসী সিটিকে এগিয়ে রাখা হলেও দুই দলের সর্বশেষ মোকাবিলায় কিন্তু জয়ী দলটির নাম ম্যানইউ। ১৪ জানুয়ারি ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে রেড ডেভিলরা জিতেছিল ২-১ গোলে।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়