Apan Desh | আপন দেশ

খুলনা প্রিন্টিংয়ের বিক্রেতা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ২১ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:০৩, ২১ নভেম্বর ২০২৩

খুলনা প্রিন্টিংয়ের বিক্রেতা নেই

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১২টা ১ মিনিট নাগাদ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের স্ক্রিনে ১৩ লাখ ৪২ হাজার ১৯৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২০ টাকা ১০ পয়সা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়